বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকণ্ঠে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

টুঙ্গিপাড়া ইউএনও মো. মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।

প্রশিক্ষণ কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল্যায়ন ও পরিবিক্ষণ বিভাগের পরিচালক যুগ্ম-সচিব মো. শাহ আলম, গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান প্রমুখ। 

প্রশিক্ষণে উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

টিএইচ